আপনি www.incometax.gov.bd ওয়েব সাইট থেকে খুব সহজে পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর নাম, জেন্ডার, ঠিকানা, মোবাইল নম্বও ও ইমেইল এড্রেস পরিবর্তন করতে পারবেন। উক্ত ওয়েব সাইট Login করে Change contact মেনুতে ক্লিক করুন। স্ক্রিনে নতুন ফর্ম দেখতে পাবেন।প্রয়োজনীয় পরিবর্তন শেষে নিচে কেন তথ্য পরিবর্তন করেছেন তার কারণ “Update Reason” বক্সে লিখুন। অত:পর Save বাটনে ক্লিক করুন। আপনার পরিবর্তিত তথ্য ডাটাবেইজে সংরক্ষিত হয়ে যাবে।সাধারণত, অনলাইনে টিন সংশোধনের আবেদন করার পর তা আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে। তাই যদি আপনার দ্রুত পরিবর্তন করা একান্তই জরুরী হয়, সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে তথ্য পরিবর্তন করার আবেদনের পর, ট্যাক্স সার্কেল অফিসে যোগাযোগ করবেন।